বিশ্ববাজারে খাদ্যের দাম কমেছে, কিন্তু তার প্রতিফলন নেই দেশীয় বাজারে

www.tbsnews.net প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ২৩:৩৪

আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম কয়েক মাস ধরে রেকর্ড মাত্রার আশপাশে থাকার পর এখন প্রাক্‌-ইউক্রেন যুদ্ধের পর্যায়ে নেমে এসেছে। কিন্তু দেশীয় বাজারে বলতে গেলে কোনো খাদ্যপণ্যের দামই কমেনি। ফলে নাভিশ্বাস ছুটেছে ভোক্তাদের।


আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে গেলেই স্থানীয় ব্যবসায়ীরা তৎক্ষণাৎ মূল্য বাড়িয়ে সমন্বয়ের জন্য অনুরোধ করতে থাকেন। কিন্তু আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য পণ্যমূল্য কমানোর সময় এলেই তাদেরকে কচ্ছপগতিতে সাড়া দিতে দেখা যায়।


ভোজ্য তেল ও গমের কথাই ধরা যাক। বিশ্ববাজারে কয়েক সপ্তাহ ধরে পণ্য দুটির দাম কমছে, কিন্তু বাংলাদেশের পাইকারি বাজারে দাম কমেছে খুবই কম—আর খুচরা পর্যায়ে তো এ মূল্যহ্রাসের কোনো প্রভাবই পড়েনি। ফলে বরাবরের মতোই এবারও ভুগতে হচ্ছে সেই ভোক্তাদেরই।



বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির সময় ভোজ্য তেলের খুচরা মূল্য বাড়িয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম ক্রমাগত কমতে থাকলেও মন্ত্রণালয় এখনও পর্যন্ত পণ্যটির মূল্য সমন্বয়ের কোনো উদ্যোগ নেয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও