আবারও মন্দার পদধ্বনি শোনা যাচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ২৩:৩৩

করোনার প্রথম ঢেউয়ের সময় বিশ্বজুড়ে লকডাউন করা হয়। এর ফলে ২০২০ সালে বিশ্বের বেশির ভাগ দেশের জিডিপি সংকুচিত হয়। এরপর বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল। কিন্তু এ বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চাপিয়ে দিলে বিশ্ব অর্থনীতি আবারও হোঁচট খায়। এ বছরের শেষ প্রান্তিকে বিশ্বের বিভিন্ন বড় দেশ মন্দার কবলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


যুদ্ধের প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে রাশিয়ার তেল ও গ্যাস বিক্রিতে নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে এ দুটি পণ্যের দাম অনেকটাই বেড়ে যায়। ২০২০ সালে করোনার শুরুতে জ্বালানি তেলের দাম যেখানে প্রতি ব্যারেল মাইনাস ৩৭ ডলারে নেমে এসেছিল, যুদ্ধ শুরু হওয়ার পর সেই জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১৪০ ডলার পর্যন্ত ওঠে। ফলে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বাড়ে। বেড়ে যায় উৎপাদন খরচ। শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ নয়, ইউরোপ–আমেরিকার মানুষও জ্বালানির মূল্য পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। খবর বিবিসি ও সিএনবিসির

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও