You have reached your daily news limit

Please log in to continue


‘তার দেওয়া শাড়িতে আমার আলমারি ভরা’

টানা চার বছর ধরে একই ইউনিটে কাজ করছিলেন শর্মিলী আহমেদ আর রুনা খান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে জনপ্রিয় ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’ শেষে এখন চলছে দুজনের ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’।

তাই সকালে ঘুম ভেঙেই সহশিল্পী শর্মিলী আহমেদের মৃত্যুর খবরটা জীবনের অন্যতম ধাক্কা হিসেবে গায়ে লাগলো রুনা খানের। বললেন, ‘একজন করে কাছের মানুষ চলে যায়, আর আমার আরও তীব্রভাবে মনে হতে থাকে, জীবন এত ছোট..!’


বলেন, ‘গত চার বছরে যে মমতা আর দরদ তিনি দেখিয়েছেন আমার প্রতি, তা লিখে-বলে-বুঝিয়ে ব্যাখ্যা করবার সাধ্য আমার নেই। আজ শুধু এটুকুই মনে হয়, এই ছোট্ট জীবনে মানুষকে ভালোবাসা দেওয়া আর পাওয়া ছাড়া কোনও কিছুই তেমন অর্থ বহন করে না। সেই বিবেচনায় একটা শতভাগ অর্থপূর্ণ জীবনযাপন করে গেছেন শর্মিলী আন্টি।’


স্মৃতিকাতর রুনা বলেন, ‌‌‘তার উপহার দেওয়া শাড়িতে আমার আলমারি ভরা। তার এই ভালোবাসা আমি আমৃত্যু বয়ে বেড়াবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন