You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ববাজারে বইছে সুবাতাস, শঙ্কা দেশে

করোনা অভিঘাতের পর বিশ্ববাজারে এখন চামড়ার বাণিজ্যে সুবাতাস বইছে। গত এক বছরে বিশ্বে চামড়ার গড় মূল্য বেড়েছে ২২ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে বেড়েছে রপ্তানির চাহিদাও। কিন্তু দেশে কুরবানির পশুর চামড়ার বাণিজ্যের সুফল নিয়ে শঙ্কা সংশ্লিষ্টদের।


কারণ প্রতিবছর এই মৌসুমে সিন্ডিকেট করে মূল্যের ভয়াবহ ধস নামানো হয়। এ বছর এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব। এরই মধ্যে চামড়া প্রক্রিয়াজাতকরণ কেমিক্যাল ও কনটেইনার ভাড়া বেশি গুনতে হচ্ছে ট্যানারির মালিকদের।

তবে সরকারিভাবে জানানো হয়েছে, কুরবানির চামড়ার বাজার অস্থিতিশীল প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। পরিস্থিতি পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানে যৌথ সমন্বয়সহ ১১টি কমিটি গঠন করা হয়েছে। ঈদের দিন থেকেই শুরু হবে এসব কমিটির কার্যক্রম।

সূত্রমতে, করোনাভাইরাস শুরু এবং এর আগ থেকে বিশ্ববাজারে চামড়ার মূল্য নিম্নমুখী ছিল। ২০১৮ সালে বিশ্ববাজারে চামড়ার গড় মূল্য পতন ঘটে ৮ দশমিক ৯ শতাংশ। আর ২০১৯ ও ২০২০ সালে ধারাবাহিকভাবে ৮ দশমিক ৩ এবং ৮ দশমিক ২ শতাংশ হ্রাস পায়।

বিশেষ করে করোনার সময় ২০২০ সালে বিশ্ববাজারে চামড়া রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি আসে। তবে ২০২১ সালে অবিশ্বাস্যভাবে এর মূল্য বৃদ্ধি পায়। ওই বছরে গড় মূল্য বেড়েছে ২২ দশমিক ৫ শতাংশ। এই মূল্যবৃদ্ধি ২০২২ সালেও অব্যাহত আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন