ব্র্যান্ডের দোকানে ভালো বিক্রি, সাধারণ দোকানে ক্রেতা কম

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ১৬:৩৫

ঈদুল আজহা সামনে রেখে এবার অভিজাত বিপণিবিতান ও ব্র্যান্ডের দোকানে ভালো বিক্রি হয়েছে। তবে সেই তুলনায় আশানুরূপ বিক্রি হয়নি নন–ব্র্যান্ডের দোকান ও সাধারণ মানের বিপণিবিতানে। রাজধানীর বেশ কয়েকটি এলাকার মার্কেট ঘুরে এ তথ্য পাওয়া গেছে।


রাজধানীর নিউমার্কেট, কারওয়ান বাজার, হাতিরপুল এলাকার একাধিক বিপণিবিতান ঘুরে ও সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এবারের ঈদকেন্দ্রিক বেচাবিক্রির মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বড় ও অভিজাত বিপণিবিতানের ব্যবসায়ী ও ব্র্যান্ডের শোরুমের বিক্রেতারা বলছেন, গত রোজার ঈদের মতো এবারও তাঁরা আশানুরূপ বিক্রি করেছেন। তবে সাধারণ মানের বিপণিবিতান ও দোকানে বিক্রি আশানুরূপ নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


সাধারণ মানের বিপণিবিতান ও দোকানে বিক্রি কমার কারণ হিসেবে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের বড় অংশেরই জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এ কারণে এই ঈদে তাঁরা পোশাক, জুতাসহ অন্যান্য সামগ্রী কেনায় খরচ কমিয়ে দিয়েছেন। আবার বন্যায় দেশের বেশ কিছু জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারও নেতিবাচক প্রভাব পড়েছে এবারের ঈদ বিকিকিনিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও