ভুঁড়ি পরিষ্কারের সহজ কৌশল

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ১৪:৩৭

গরু ও খাসির ভুঁড়ি ভুনা খেতে সুস্বাদু হলেও ভুঁড়ি পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ। ঠিক মতো পরিষ্কার না করলে গন্ধ ও ময়লা যেতে চায় না। চুন দিয়ে চেঁছে অনেকে পরিষ্কার করেন ভুঁড়ি। তবে এই পদ্ধতি বেশ সময়সাপেক্ষ। একেবারেই ঝামেলাহীন উপায়ে কীভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন জেনে নিন।


ভিনেগার ও লবণ মিশ্রিত পানিতে ভুঁড়ি ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর উঠিয়ে ভালো করে ধুয়ে নিন। ভুঁড়ির উপরে ও নিচে দুটি চামড়ার পরত থাকে। এক কোণা থেকে উপরের পরতের অংশ ধরে টেনে ধীরে ধীরে আলাদা করে ফেলুন কালো অংশ। পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিন পরিষ্কার করা ভুঁড়ি। উল্টো দিকে থাকা কালো অংশ হাতের সাহায্যে উঠিয়ে ফেলুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও