You have reached your daily news limit

Please log in to continue


গাবতলীতে মানুষের ঢল, বাস না পেয়ে হেঁটে রওনা হাজারো মানুষের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে হাজারো মানুষের ঢল নেমেছে। বাস না পেয়ে হাজার হাজার মানুষ আমিনবাজারের দিকে হেঁটে রওনা দিয়েছেন। ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা স্বল্প দূরত্বে কয়েক গুণ বাড়তি ভাড়া আদায় করছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে হাজারো মানুষ আসছেন। কিন্তু কোনো বাসেই টিকিট নেই। এ কারণে অনেকেই হেঁটে আমিনবাজারের দিকে রওনা দিয়েছেন। আবার কেউ কেউ গরু বিক্রি করে যাওয়া ফাঁকা ট্রাকে করে রওনা দিচ্ছেন। আবার কেউবা বাসের ছাদে করেও যাচ্ছেন।

বেসরকারি চাকরিজীবী মো. মাসুম বিল্লাহ চট্টগ্রাম থেকে আজ বেলা ১১টার দিকে গাবতলী বাস টার্মিনালে আসেন। পরিবারের সঙ্গে ঈদ করতে তিনি যাবেন রংপুর। কিন্তু বাসে কোনো টিকিট না পেয়ে সাভারের চন্দ্রার উদ্দেশে হেঁটে রওনা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন