ফ্লয়েডের হত্যাকারীর ২১ বছরের জেল

ডেইলি বাংলাদেশ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ১২:০৩

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যাকারী ডেরেক শওভিনের ২১ বছরের জেল হলো। ফ্লয়েডের গলায় হাঁটু চেপে ধরে তাকে হত্যা করে ডেরেক। তারপর শুরু হয় 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন। জর্জ ফ্লয়েডের নাগরিক অধিকার ভঙ্গের দায়ে সাবেক পুলিশ অফিসার ডেরেক শওভিনকে শাস্তি দিয়েছে আদালত। জর্জ ফ্লয়েডকে মারা হয়েছিল ২০২০ সালের মে মাসে।


এর আগেই ফ্লয়েডকে হত্যা করার জন্য শওভিনের ২২ বছর ছয় মাসের কারাদণ্ড হয়েছে। এবার তার ২১ বছরের জেল হয়েছে ফ্লয়েডের নাগরিক অধিকার ভঙ্গ করার দায়ে। ফ্লয়েডকে গ্রেপ্তার করার সময় তাকে ফুটপাথে ফেলে নয় মিনিটের বেশি সময় ধরে ধরে গলায় হাঁটু চেপে রেখেছিল শওভিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও