পারিবারিক-সামাজিক মূল্যবোধ কি ফুরিয়ে যাচ্ছে?
হঠাৎ করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ওপর আঘাতের ধরন দেখে মনে হচ্ছে- মার্কিন মুল্লুকে অল্প বয়স্কদের আক্রমণে মানুষ মেরে ফেলার ঘটনা কি আমাদের দেশেও শুরু হয়ে গেলো? মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ঘটনায় খুনি বা বন্দুকধারীকে মানসিক রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে অনেক ঘটনার জন্য পারিবারিক ও সামাজিক অবহেলা এবং নিয়ন্ত্রণহীনতাকে দায়ী করা হচ্ছে। আমাদের দেশেও কি তাই? আমাদের পারিবারিক, সামাজিক মূল্যবোধ ও মূলধন কি ফুরিয়ে গেলো?
খেলার মাঠে একজন শিক্ষককে তারই এক ছাত্র ক্রিকেট স্টাম্প দিয়ে উপর্যুপরি আঘাত করে মাটিতে ফেলে দিলে আশপাশের সবাই কি হা করে তাকিয়ে দেখেছিল? তারা প্রতিবাদ করলে তার ধরন দেখার জন্য সাক্ষী কলেজ ক্যাম্পাসের সিসি ক্যামেরা অচল করে রাখা হয়েছিল। সিসি ক্যামেরার বিদ্যুৎ সংযোগ আগে থেকেই বিচ্ছিন্ন করে রাখে তারপর মারপিটের ঘটনা ঘটানো হয়েছে বলে সংবাদে জানা গেছে। এসব ঘটনার ব্যাখ্যা শুনে মনে হলো সাভারের আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা করার ঘটনার সূত্র অনেকটা দীর্ঘ।