কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্বাচনের আগে দুটি বিষয়ের ফয়সালা হওয়া দরকার

যুগান্তর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৯:১১

বাংলাদেশে প্রায় প্রতিটি সেবাদানকারী প্রতিষ্ঠানে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। বেড়েছে গণহয়রানি এবং অফিস-আদালতে অনিয়ম-দুর্নীতি। আর্থসামাজিক ও প্রশাসনিক নৈরাজ্য দূর করতে রাজনৈতিক প্রক্রিয়ায় স্বাভাবিকতা ও সুস্থতা নিশ্চিত করা দরকার।


রাজনীতি ঠিক না হলে কেবল বিচার করে আর শাস্তি দিয়ে এ নৈরাজ্য দূর করা যাবে না। বিচার কার্যক্রমেও রয়েছে দীর্ঘসূত্রতা আর বিশৃঙ্খলা। সাংবাদিক দম্পতি সাগর রুনি, নারায়ণগঞ্জের স্কুলছাত্র ত্বকী হত্যাকাণ্ডের আজও বিচার হয়নি। বিচার হয়নি আরও অনেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং অপরাধের।


রাজনৈতিক ও আর্থিক দুর্নীতির বিচার দৃশ্যমান নয়। মানি লন্ডারিং এবং আর্থিক খাতের দুর্নীতির কি কোনো বিচার হয়েছে? হয়েছে কি কোনো বড় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি? রাজনীতির সুস্থতা এবং ক্ষমতার রদবদলের প্রক্রিয়ায় দুর্নীতি আর ছলচাতুরী হলে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতায় তার নেতিবাচক প্রভাব পড়ে। সমাজে দেখা দেয় নৈরাজ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও