২০০টি ভাষায় অনুবাদে সক্ষম মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৮:৩৮
সম্প্রতি নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চালু করেছে মেটা। এনএলএলবি-২০০ নামের মডেলটি ২০০-এর বেশি ভাষায় কথা বলতে ও যোগাযোগ স্থাপনে সক্ষম। যেগুলোর মধ্যে এশিয়া ও আফ্রিকা মহাদেশে কম ব্যবহূত লাও ও কাম্বা ভাষা রয়েছে। খবর এনগ্যাজেট।
বিশ্বে বর্তমানে সাত হাজারের বেশি ভাষা প্রচলিত। এসব ভাষা বুঝতে ছয় মাস আগে মেটা নো ল্যাংগুয়েজ লেফট বিহাইন্ড (এনএলএলবি) প্রকল্প চালু করে। যেখানে ইংরেজি ছাড়া অন্য ভাষা বোঝার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রতিষ্ঠানের এক ব্লগপোস্টের তথ্যানুযায়ী, এনএলএলবি-২০০ আফ্রিকার ৫৫টি ভাষায় শতভাগ শুদ্ধ অনুবাদ করতে পারে।