ঈদে মাংস সংরক্ষণের খুঁটিনাটি

সমকাল প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১৯:৫২

সামনেই ঈদুল আজহা। এই ঈদে বেশিরভাগের সময় কাটে মাংস বিলি বণ্টন, রান্না আর সংরক্ষণের মধ্য দিয়ে।  আজকাল সবাই ফ্রিজেই মাংস সংরক্ষণ করতে পছন্দ করেন। অনেকেই ভাবেন শুধু পলিথিনে ভরে মাংস রেখে দিলেই অনেকদিন ভালো থাকবে। কিন্তু সঠিক উপায়ে মাংস কাটা, ধোয়া ও সংরক্ষণ করা না হলে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে।


মাংস সংরক্ষণের জন্য কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-


১. মাংস ফ্রিজে প্যাক করার আগে, মাংসের টুকরা থেকে ভালোভাবে রক্ত ধুয়ে ফেলুন।  রক্ত না ধুয়ে রাখলে দ্রুত ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে মাংসে।


২. মাংস থেকে পর্দা ও চর্বি ফেলে দিন। কুসুম গরম পানিতে এক চিমটি হলুদ ও লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে জীবাণু দূর হবে। তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।


৩. ছোট ছোট জিপলক ব্যাগে মাংস রাখলে প্রয়োজন মতো বের করে নেওয়া যাবে।


৪. কোরবানির সময় মাংস প্রক্রিয়াকরণের পরপরই ফ্রিজে সংরক্ষণ করবেন না। এটি সংরক্ষণ করার আগে স্বাভাবিক তাপমাত্রায় অন্তত ৩ থেকে ৪ ঘন্টায় রেখে দিন।


৫. দীর্ঘদিন মাংস ফ্রিজারে রাখতে চাইলে উপরে সামান্য লবণ, ভিনেগার ছিটিয়ে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও