‘চিরশত্রু’ ভারত-পাকিস্তানের লড়াইয়ের তারিখ ফাঁস

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১৯:৩৪

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই মহাযজ্ঞের আগে এশিয়ার দলগুলো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে এশিয়া কাপের মাধ্যমে। মহাদেশীয় ক্রিকেটের এই সর্বোচ্চ প্রতিযোগিতার এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, আগামী আগস্টে শ্রীলঙ্কায় বসছে এই আসর। সেখানে দীর্ঘ সময় পর ক্রিকেট মাঠে দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ।


এশিয়া কাপের আনুষ্ঠানিক সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা দেখে আগেভাগেই সেই ম্যাচের দিনক্ষণ ফাঁস করে দিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম। তাদের তথ্য অনুযায়ী, ২৮ আগস্ট এশিয়ার ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হবে।



এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং টুর্নামেন্টের সম্প্রচার কোম্পানি বহুল প্রতীক্ষিত এই ম্যাচ থেকে সর্বোচ্চ ফায়দা লুটতে চায়। রেকর্ড টিআরপি’র প্রত্যাশায় ২৮ আগস্ট (রোববার) তথা ছুটির দিনে ম্যাচটি আয়োজন করতে যাচ্ছে তারা। এই ম্যাচ থেকে সর্বোচ্চ আয় হবে বলে আশা সংশ্লিষ্টদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও