কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওভেনেরও চাই সঠিক যত্নআত্তি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১৭:৩৮

রোজকার রান্নাবান্নার ঝামেলা এড়িয়ে, সময় বাঁচাতে সাহায্য করে ওভেন। রোজ রোজ যার কারণে আমরা স্বস্তি পাই তারও চাই কিছু যত্নআত্তি।



ওভেনে রান্নার সময় ধাতব বাসনপত্র ব্যবহার করা যায় না। তাই ওভেনপ্রুফ বাসনপত্র ব্যবহার করতে হবে।
কখনো কিছু পুড়ে গেলে বা কোনো খাবার পড়ে গেলে ভেতরটা পরিষ্কার করে নিতে হবে। দেখতে হবে পানি বা তরল ক্লিনার যেন টাচপ্যাডে বা মেশিনের ভেতর ঢুকে না যায়।
খালি ওভেন চালাবেন না। মাইক্রোওয়েভ শোষণ করার জন্য কোনো খাবার বা তরল না থাকলে ওভেনটির ক্ষতি হতে পারে।



ব্যবহারের কিছুক্ষণ আগে ওভেনটি চালু করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ওভেনের ভেতরে পাত্র ও খাবার যেন ওভেনের ধাতব দেয়ালে লেগে না যায়।
খাবার বের করার জন্য ওভেনের দরজা খোলার আগে টাইমার বা অপারেশন বন্ধ করে নিতে হবে।
পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে এমন জায়গায় ওভেন রাখতে হবে।
সব সময় মাইক্রোওয়েভকে একটি বৈদ্যুতিক চার্জ প্রটেক্টরে প্লাগইন করতে হবে। নতুবা এটি ব্যবহার না করা হলে প্লাগ খুলে রাখতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও