কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ভালো সম্পর্ক’ চান তালেবানপ্রধান

প্রথম আলো আফগানিস্তান প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১৬:৪৩

আফগান তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, তাঁর সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ভালো সম্পর্ক’ প্রত্যাশা করে। আফগানিস্তান কাউকে তার ভূখণ্ড প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেবে না বলেও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। গতকাল বুধবার তালেবানের সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।


ডনের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে এক সমাবেশে করা মন্তব্যের চেয়ে তালেবান নেতার সর্বশেষ বিবৃতি কিছুটা নমনীয়।


ধর্মীয় নেতা ও উপজাতি নেতাদের ওই সমাবেশে হাইবাতুল্লাহ আখুন্দজাদা বলেছিলেন, আফগানিস্তান নিয়ে নাক গলানো বিশ্বের উচিত নয়। কারণ, তালেবান ক্ষমতায় থাকলে দেশ অন্য কারও নির্দেশনা গ্রহণ করবে না।


আমেরিকানদের উদ্দেশ করে আখুন্দজাদা বলেছিলেন, ‘আফগানিস্তানে তোমরা সব বোমার মা (মাদার অব অল বোম্বস) নিক্ষেপ করেছিল। এমনকি তোমরা যদি আমাদের বিরুদ্ধে পারমাণবিক বোমাও নিক্ষেপ করো, আমরা ইসলাম ও শরিয়াহ থেকে সরে আসব না।’


গতকাল বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের নাম নেন তালেবানপ্রধান। ওয়াশিংটনের সঙ্গে ইসলামিক আমিরাতের ভালো সম্পর্কের বিষয়েও তাঁর ইচ্ছার কথা ব্যক্ত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও