হিলিতে একদিনে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা

জাগো নিউজ ২৪ হিলি প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১৫:৫৫

দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বুধবার যে মরিচের কেজি ৭০ থেকে ৮০ টাকা ছিল আজ তার দাম বেড়ে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ১২০ টাকা দরে। খুচরা বাজারে তা আবার বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে।


বাজারে আসা রিকশাচালক মহির উদ্দিন আক্ষেপ করে বলেন, আমরা গরিব মানুষ। আমরা ব্যবসায়ীদের শাঁখের করাত। যাইতেও কাটে আসতেও কাটে। কখনো মরিচের দাম বাড়ে আবার পেঁয়াজের দাম কমে। যত সমস্যা আমাদের। কথা হয় ব্যবসায়ী শাকিল হোসেনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, হুট করেই মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের কিছু করার নেই। সামনে ঈদ, পাইকাররা সরবরাহ কমে দেওয়ায় দামে প্রভাব পড়েছে। তিনি আরও বলেন, পঞ্চগড় এলাকা থেকে কাঁচা মরিচ সরবরাহ হচ্ছিল। কিন্তু ওই এলাকাগুলোতে বন্যার কারণে উৎপাদন কম ও সরবরাহ কমে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও