কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদে ঘর থাকুক টিপটপ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১৪:৫৯

ঈদের দিনের কাজের চাপ থাকে অনেক বেশি। তাই ঘর গোছানোর অংশটা আগেই শেষ করে নেওয়া ভালো।


ব্যস্ত দিনে সহজেই ঘর অগোছালো হয়ে যায়। তাই ঝটপট তা গুছিয়ে নেওয়ার কৌশল জানা থাকলে সময় মতো কাজে লাগে।


বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের ‘রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টোপ্রনরশিপ’ বিভাগের সহকারী  অধ্যাপক ইফফাত জাহান এই বিষয়ে পরামর্শ দেন যে, “ঈদের কয়েকদিন আগেই ঘর ঝাড়া-মোছার কাজ শেষ করে রাখা ভালো আর সুযোগ না হয়ে উঠলে অন্তত আগের দিন তা করতে হবে।”


“কোথায়, কীভাবে অতিথি আপ্যায়ন করা হবে তা আগে থেকে ঠিক করে রাখতে হবে। আর ঈদের দিন কোন থালা-বাসনে খাবার পরিবেশন করবেন সেটাও আগে থেকে ঠিক করে রাখুন এবং ধুছে মুছে হাতের নাগালে রাখতে হবে।”


ঈদের দিন সকালে শোবার ঘর গোছানোর জন্য বিছানার চাদরের ওপরে নতুন চাদর বিছিয়ে দিতে পারেন। আর সঙ্গে রাখুন কিছু কাঁচাফুল। ঘরে সুবাস ছড়ানোর পাশাপাশি মনও প্রশান্তিতে ভরিয়ে দেবে।


বসার ঘরের সোফা, চেয়ার, টেবিল ইত্যাদি ঠিকঠাক ভাবে সাজিয়ে রাখুন। সোফার পাশ বালিশের কুশন পরিবর্তন করে নিন। বসার ঘরে দুয়েকটা শোপিস রাখা যেতে পারে। দেখতে ভালো লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও