হুন্দাইয়ের আয়নিক ৬, থাকছে যেসব সুবিধা

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১০:৩৯

বহুল প্রত্যাশিত অল-ইলেক্ট্রিক সেডান 'দ্য আয়নিক ৬'-এর ডিজাইন প্রকাশ করেছে হুন্দাই মোটর কোম্পানি। 


দক্ষিণ কোরিয়ার এই প্রস্তুতকারক কোম্পানি আপাতত আয়নিক ৬-এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যের চেয়ে ডিজাইন প্রদর্শনের বিষয়ে বেশি মনোযোগ দিয়েছে। যে কারণে এর ব্যাটারির আকার বা রেঞ্জ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। 


অটোমোবাইলটি 'ইলেকট্রিক গ্লোবাল মডুলার প্ল্যাটফর্ম (ই-জিএমপি)'- এ নির্মিত। যা একবার চার্জ দিলে ৩১৫ মাইল পর্যন্ত চলতে পারবে।


আয়নিক ৬-এর অভ্যন্তরে রয়েছে কয়েকটি আলাদা টাচস্ক্রিন। এ ছাড়া রয়েছে একটি ১২-ইঞ্চি ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং একটি ১২-ইঞ্চি ডিজিটাল ক্লাস্টার। কিন্তু গাড়িটি চালানোর সময় প্রাত্যাহিক ব্যবহৃত অডিও বা তাপমাত্রা নিয়ন্ত্রণের ফিচারগুলোর ক্ষেত্রে হুন্দাই ম্যানুয়াল বোতাম ব্যবহার করেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও