কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মর্গেও ৬০ গুলিবিদ্ধ কৃষ্ণাঙ্গ যুবকের মৃতদেহে হাতকড়া পরানো ছিল

ময়নাতদন্তের জন্য পুলিশ যখন যুক্তরাষ্ট্রের ওহাইওর কৃষ্ণাঙ্গ যুবক জেল্যান্ড ওয়াকারের মৃতদেহ মর্গে নিয়ে যায় তখনও তার হাত পিছমোড়া করে হাতকড়া পরানো ছিল।

ওয়াকারের সুরতহাল প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা আছে বলে জানায় সিএনএন। সুরতহাল প্রতিবেদন সিএনএন দেখেছে।

গত সপ্তাহে ওহাইওর অকরনে পুলিশের গুলিতে নিহত হন ওয়াকার। 

সিএনএন জানায়, সামিট কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয়ে থাকা ওয়াকারের সুরতহাল প্রতিবেদনে যেসব ছবি রাখা আছে তাতে দেখা যাচ্ছে, ওয়াকারকে যখন সেখানে নেওয়া হয় তখন তিনি মৃত এবং তার হাতে হাতকড়া পরানো।

ছবি দেখে এটাও বোঝা যাচ্ছে তার জীবন বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। তার রক্তপাত বন্ধ করার চেষ্টার প্রমাণ ছবিতে আছে। এছাড়া তার শরীরে এবং শরীরের পাশে ব্যান্ডেজ পড়ে আছে।

সিএনএন থেকে আনুষ্ঠানিকভাবে তার সুরতহাল প্রতিবেদন দেখার আবেদন করা হলে তাদের সেই অনুমতি দেয়া হয়। তবে সেটির অনুলিপি তৈরির অনুমতি দেওয়া হয়নি।

ওয়াকারের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন ওহাইওর ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হবে। ওয়াকারের মৃত্যুতে পুলিশ কর্মকর্তাদের কোনো গাফিলতি আছে কিনা ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন তা তদন্ত করে দেখছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন