উইম্বলডন মাতাচ্ছেন আরব কন্যা
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ২০:৫৪
নাম ওনস জাবেউর। ২৭ বছর বয়সী তিউনিসিয়ার এই টেনিস খেলোয়াড় মাতাচ্ছেন উইম্বলডনের কোর্ট। আরববিশ্ব থেকে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন তিনি। ইতিহাস গড়ার ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হয়েছে জাবেউরকে।
কোয়ার্টার ফাইনালের চেক প্রজাতন্ত্রের মারি বুজকোভাকে ৩-৬, ৬-১, ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনালে পা দেন তিনি। প্রথম সেট হারলেও পরের দুই সেট দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়েন তিনি।
র্যাংকিংয়ে দুইয়ে থাকা জাবেউর সেমিফাইনালে মুখোমুখি হবেন ১০৩ নম্বর বাছাই তাতজানা মারিয়ার। ঘাসের কোর্টে আলো ছড়িয়েছেন জাবেউর। জিতেছেন টানা ১০ ম্যাচ। কয়েক দিন আগেই জার্মানির বার্লিনে জিতেছেন শিরোপা। তাই সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করতে নিজের ওপর ভরসা রাখছেন জাবেউর।
- ট্যাগ:
- খেলা
- উইম্বলডন টেনিস
- ওনস জাবিউর