মাংস সংরক্ষণের টুকিটাকি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ২১:০২

কোরবানির ঈদে আত্মীয় ও অসহায়দের মাঝে বণ্টনের পর বাকি মাংস দ্রুত সংরক্ষণ করে ফেলা উচিত। কারণ কাঁচা মাংস অত্যন্ত পচনশীল। মাংস সংরক্ষণ বিষয়ক জরুরি টিপস জেনে নিন।



  • মাংস ফ্রিজে রাখার আগে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। রক্ত ধুয়ে না রাখলে দ্রুত ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে মাংসে।

  • মাংস থেকে পর্দা ও চর্বি ফেলে দিন। কুসুম গরম পানিতে এক চিমটি হলুদ ও লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। জীবাণু দূর হবে। এরপর কলের পানিতে ধুয়ে মুছে নিন।

  • ছোট ছোট জিপলক ব্যাগে মাংস রাখবেন। এতে প্রয়োজন মতো বের করে নেওয়া যাবে।

  • দীর্ঘদিন মাংস ফ্রিজারে রাখতে চাইলে উপরে সামান্য লবণ ছিটিয়ে নিন।

  • ডিপ ফ্রিজে ১ বছর পর্যন্ত রেখে খাওয়া যায় মাংস। মাংসের কিমা হলে ৪ মাস পর্যন্ত রেখে খেতে পারবেন।

  • রান্না করা মাংস ৩ থেকে ৫ দিন নরমাল ফ্রিজে ও ৬ মাস ডিপ ফ্রিজে রাখতে পারবেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও