You have reached your daily news limit

Please log in to continue


হেনোলাক্সের চেয়ারম্যান ও পরিচালক রিমান্ডে

ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের আত্মহত্যায় প্ররোচনার মামলায় হেনোলাক্স গ্রুপের চেয়ারম্যান নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) গোলাম হোসেন খান আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদ রহমান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল দুপুরে গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম গাজী আনিসকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে ওই দুইজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছিলেন।

গত সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলেও আজ সকাল সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন