You have reached your daily news limit

Please log in to continue


এক সাপের অদ্ভুত কাণ্ডে বিদ্যুৎহীন ১০ হাজার পরিবার!

জাপানের ফুকুশিমার কোরিয়ামা শহরের একটি বিদ্যুতের সাবস্টেশনে সবার অজান্তেই ঢুকে পড়েছিল একটি সাপ। সেখানে ঢুকে নিজেও বিদ্যুতায়িত হয়, পাশাপাশি ১০ হাজার পরিবারকে করে বিদ্যুৎহীন। নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জুন দুপুর ২টার দিকে ফুকুশিমায় কোরিয়ামা শহরে বিদ্যুৎ চলে যায়।

সেদিন শহরটিতে তীব্র গরম ছিল। পরে দেখা যায় বিদ্যুতের সাবস্টেশনের যন্ত্রের মধ্যে সাপ ঢুকে বসে আছে।   কর্মকর্তারা জানান, সাপটিকে যখন পাওয়া যায় তখনও সেটি জ্বলছিল। একটি তারের সংস্পর্শে এসে সাপটি বিদ্যুতায়িত হয়। ফলে ওই যন্ত্রটিতে আগুন লেগে যায়। পরে দমকল কর্মীরা এসে তা নেভায়।   নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, সাপের এমন কর্মকাণ্ডে ১০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় এক ব্যক্তি জানান, ওইদিন বিদ্যুৎ না থাকায় তার দ্রুত দোকান বন্ধ করতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন