শুকনা সেমাই রান্নার টিপস

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ১৯:০০

খুব কম উপকরণে তৈরি করা যায় মজাদার এই ডেসার্ট। তবে অনেক সময় রান্না করতে গিয়ে গলে যায় সেমাই। আবার কখনও দেখা যায় রান্না শেষেও বেশ শক্ত রয়ে গেছে। এসব সমস্যা এড়াতে জেনে নিন টিপসসহ রেসিপি।


চিকন সেমাই দিয়ে তৈরি করা হয় এই আইটেম। প্যাকেটে থাকা অবস্থাতেই খানিকটা ভেঙে নিন সেমাই। খুব বেশি লম্বা থাকবে না, আবার একেবারে গুঁড়োও হয়ে যাবে না।


একটি ছড়ানো পাত্র বসিয়ে দিন চুলায়। কোয়ার্টার কাপ ঘি দিন প্যানে। ঘি সামান্য গরম হলে ১টি তেজপাতা, ৪টি এলাচ ও ১ টুকরো দারুচিনি দিন। কোয়ার্টার কাপ কাজুবাদাম ও ২ টেবিল চামচ কিশমিশ দিন। একদম কম আঁচে নেড়েচেড়ে ভাজুন ৩০ সেকেন্ড। এরপর সেমাই দিয়ে দিন। চুলার আঁচ একেবারে কম রাখতে হবে। সেমাই নেড়েচেড়ে ভাজুন অল্প কিছুক্ষণ। স্বাদ মতো চিনি দিয়ে দিন। নেড়ে প্রায় পৌনে এক কাপ কুসুম গরম পানি দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান। কম আঁচে ৫ মিনিট রাখবেন। এরপর ঢাকনা তুলে নেড়ে পৌনে এক কাপের কম কুসুম গরম তরল দুধ ঢেলে দিন। আবারও ঢেকে দিন প্যান। ৫ মিনিট পর চুলা বন্ধ করে নেড়ে নিন। পরিবেশন করুন বাদাম কুচি ছিটিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও