You have reached your daily news limit

Please log in to continue


বিভেদ ভুলে এক হলেন মিঠুন-দেব

টালিউডের বহু তারকা রাজনীতির সঙ্গে যুক্ত। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও সুপারস্টার দেব তাদের মধ্যে অন্যতম। দুজন দুই দলের হওয়ায় তাদের রাজনৈতিক মতাদর্শও ভিন্ন। তবে সেসব পেছনে ফেলে সিনেমার স্বার্থে এক হলেন দুই তারকা। পর্দায় বাবা-ছেলের রূপে হাজির হবেন তারা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বছর দেড়েক আগে ‘প্রজাপতি’ সিনেমার ঘোষণা করেন নির্মাতা। কিন্তু মিঠুনের অসুস্থতার কারণে বেশ কয়েক মাস পিছিয়ে যায় সিনেমাটির শুটিংয়ের কাজ। সব বাধা পেরিয়ে গতকাল শুটিং শুরু করেন নির্মাতা। এতে অংশ নেন দেব-মিঠুন।

দীর্ঘ বিরতির পর কামব্যাক প্রসঙ্গে মিঠুন বলেন, ‘এতদিন, ততদিন বুঝি না; এখন যে কাজ ভালো লাগে সেটাই করি। দেখলেন তো ওটিটিতেও কাজ করলাম। সব ল্যান্ডমার্ক। প্রজাপতিতে অনেক দিন পর কাজ করছি; এটি একদম অন্যরকম।’

 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন