You have reached your daily news limit

Please log in to continue


ছাত্রলীগ নেতা ফয়সালকে ১০ মিনিটে খুন করে ২০ জনের দল: র‍্যাব

কক্সবাজারের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে (২৫) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন শেষ করে অটোরিকশায় বাড়ি ফেরার পথে আটকানো হয় ফয়সালকে। এরপর কুপিয়ে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে খুন করা হয় তাঁকে। আজিজ সিকদারের নেতৃত্বে হত্যাকাণ্ডে অংশ নেওয়া ১৫ থেকে ২০ জনের দলটি পরে পালিয়ে যায়।

আজ বুধবার বেলা ১১টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপ–অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী।

আগের দিন মঙ্গলবার র‍্যাব অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যা মামলার প্রধান দুই আসামি আজিজ সিকদার ও ফিরোজ আলমকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ সিকদার ছাত্রলীগ নেতাকে হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছেন জানিয়ে মেজর মঞ্জুর মেহেদী বলেন, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। এই হত্যাকাণ্ডটি সংঘবদ্ধভাবেই হয়েছে। তবে হত্যার মূল উদ্দেশ্য জানা যায়নি। হত্যার সময় ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

আজিজ সিকদার খুরুশকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত বাঁচা মিয়া সিকদারের ছেলে এবং ফিরোজ আলম একই এলাকার সিরাজুল হক সিকদারের ছেলে। গ্রেপ্তার দুজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন