বন্যাকবলিত এলাকায় শিশুর ডায়রিয়া হলে
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ১২:৪৭
ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ হাওর এলাকা। এই বন্যার কারণে ১৫ লাখের বেশি শিশু পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
পানিবাহিত রোগের মধ্যে অন্যতম প্রধান রোগ হচ্ছে ডায়রিয়া, যা অনেক সময় শিশুমৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ডায়রিয়ার উল্লেখযোগ্য কারণগুলো হলো বিশুদ্ধ খাবার ও পানির সংকট, পয়ঃনিষ্কাশনের দুরবস্থা, খাবার পানি বিশুদ্ধকারক যেমন, ফিটকিরিসহ অন্যান্য জিনিসের অপ্রতুলতা।
বন্যার কারণে আশ্রয়কেন্দ্রগুলোয় অনেক মানুষকে সরিয়ে নেওয়া হলেও স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই শিশুদের ডায়রিয়া ও অন্যান্য রোগের ঝুঁকি থেকেই যাচ্ছে। এই ডায়রিয়ার প্রধান জটিলতা হলো পানিশূন্যতা বা ডিহাইড্রেশন এবং ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স।