মশা কিছু মানুষকে বেশি কামড়ায় কেন?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ১২:৪৬
মশার কামড় থেকে বাঁচতে নানা উপায় খুঁজি আমরা। কারণ ছোট্ট এই পতঙ্গ হতে পারে নানা অসুখের বাহক। ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়ার মতো মারাত্মক সব অসুখ হতে পারে এই মশার কামড় থেকেই। মশার কামড় খায়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তবে খেয়াল করলে দেখবেন, কিছু মানুষকে মশা তুলনামূলক বেশি কামড়ায়। এর কারণ কী? চলুন জেনে নেওয়া যাক-
রক্তের গ্রুপের কারণে
বিভিন্ন গবেষণায় জানা গেছে, নির্দিষ্ট কিছু গ্রুপের রক্ত মশাদের কাছে বিশেষ পছন্দের। এডিস মশাদের পছন্দ হলো ও ব্লাড গ্রুপের রক্ত। এদিকে অ্যানোফিলিসদের পছন্দ এবি গ্রুপের রক্ত। সেজন্য যাদের রক্ত এই গ্রুপের, তাদেরকেই মশারা ছেঁকে ধরে।
- ট্যাগ:
- লাইফ
- মশা
- মশার উপদ্রব
- মশার কামড়