You have reached your daily news limit

Please log in to continue


কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন চিকিৎসা শেষে ২০২০ সালের ৬ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।


বাংলা গানের জনপ্রিয় এ শিল্পী ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। চার দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মাতিয়ে রেখেছিলেন তিনি। সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-বিরহ সব অনুভূতির গানই তাঁর কণ্ঠে পেয়েছে অনন্য মাত্রা। তাঁর শত শত গান এখনও মানুষের মুখে মুখে ফেরে। এর মধ্যে 'আমার সারা দেহ খেয়ো গো মাটি', 'ডাক দিয়াছেন দয়াল আমারে', 'কারে দেখাব মনের দুঃখ গো' বা 'তুমি আমার জীবন'সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান আজও তাঁকে বাঁচিয়ে রেখেছে।



বাংলা গানের কিংবদন্তি এই সংগীতশিল্পী 'প্লেব্যাক সম্রাট' নামেও পরিচিত। বাংলা চলচ্চিত্রের গানে তাঁকে বলা যেতে পারে এক মহাসমুদ্র। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। স্বাধীনতা যুদ্ধের পর তিনি নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, দেশাত্মবোধক, লোকগানসহ প্রায় সব ধারার গানে রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন। তাঁর চলচ্চিত্রে প্লেব্যাকের যাত্রা শুরু ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত 'মেইল ট্রেন' চলচ্চিত্রের 'অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ' গানের মধ্য দিয়ে। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত 'প্রতিজ্ঞা' চলচ্চিত্রের 'এক চোর যায় চলে' গানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন