কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নীল রঙের চিংড়ি

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ০৯:২০

চিংড়ির রং সাধারণত বাদামি কিংবা লাল হয়ে থাকে। তবে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের উপকূলে একটি চিংড়ি ধরা পড়েছে, যেটির রং নীল।


ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, যিনি চিংড়িটি ধরেছেন, তাঁর নাম লার্স জোয়ান লারসন। এই চিংড়ি ধরার পর গত রোববার এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। টুইটারে এর ক্যাপশনে তিনি লিখেছেন, পোর্টল্যান্ডের উপকূল থেকে এটি ধরা হয়েছে। কিন্তু এটি আবার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে এটি বড় হওয়ার সুযোগ পায়।


জোয়ান লারসনের এই পোস্ট ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। টু্ইটারে এই পোস্টে লাইক পড়েছে পাঁচ লাখের বেশি। আর এটি রিটুইট করা হয়েছে ৪৩ হাজারবার।


নীল রঙের এই চিংড়ি নিয়ে এর আগে বিস্তর গবেষণা হয়েছে। বাদামি বা লাল না হয়ে এই চিংড়ির রং কেন নীল হয়, তা–ও উদ্ধার করেছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, জিনগত কারণে এটি নীল হয়ে থাকে। এর শরীরে অন্য চিংড়ির তুলনায় একটি বিশেষ প্রোটিন বেশি থাকে। ফলে এর রং নীল হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে