You have reached your daily news limit

Please log in to continue


কোটি কোটি চীনা নাগরিকের তথ্য চুরি করে অনলাইনে বিক্রি

চীনের কয়েক কোটি মানুষের ব্যক্তিগত তথ্য চুরির দাবি করেছেন একজন হ্যাকার। চুরি করা ওই সব তথ্য এখন অনলাইনে বিক্রি করা হচ্ছে। নমুনার অংশ হিসেবে সাড়ে সাত লাখ চীনা নাগরিকের তথ্য অনলাইনে পোস্টও করেছেন ওই হ্যাকার। তাতে চীনা নাগরিকের নাম, মুঠোফোন নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ঠিকানা, জন্মদিন ও পুলিশের কাছে দেওয়া অভিযোগের তথ্য রয়েছে।

বার্তা সংস্থা এএফপি ও সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা ওই নমুনাগুলো থেকে কিছু তথ্য নিয়ে তা যাচাই করেছেন। এতে চুরি করা তথ্য সঠিক হিসেবে প্রমাণ মিলেছে। তবে পুরো ডেটাবেজের পরিধি শনাক্ত করা কষ্টসাধ্য ব্যাপার।


গত মাসে অনলাইনের একটি ফোরামে ওই তথ্য বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এ সপ্তাহে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তথ্যগুলোর পর্যালোচনা শুরু করেন। ২৩ টেরাবাইটের ডেটাবেজে ১০০ কোটি চীনা নাগরিকের তথ্য রয়েছে বলে ওই হ্যাকারের দাবি। এই তথ্য বিক্রি করতে ১০ বিটকয়েন চেয়েছেন তিনি। ১০ বিটকয়েন এখন প্রায় ২ লাখ মার্কিন ডলারের সমান।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইন্টারনেট টু পয়েন্ট জিরোর সহপ্রতিষ্ঠাতা রবার্ট পর্টার বলেন, ‘তথ্যের ধরন দেখে মনে হয়, এগুলো একাধিক উৎস থেকে সংগ্রহ করা। এর মধ্যে মুখায়ব শনাক্তকরণ পদ্ধতির তথ্যের পাশাপাশি জনশুমারির তথ্যও রয়েছে। পুরো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ১০০ কোটি জনগণের তথ্য নিয়েও সংশয় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন