You have reached your daily news limit

Please log in to continue


দিশা পাটানি এবার খলচরিত্রে

আট বছরের লম্বা অপেক্ষা। অবশেষে আসতে চলেছে সুপার হিট ছবি এক ভিলেন-এর দ্বিতীয় কিস্তি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই হিট ছবির সিকুয়েল এক ভিলেন রিটার্নস-এর ট্রেলার মুক্তি পেল। রহস্য, রোমাঞ্চ, অ্যাকশন সবকিছুই আছে এ ছবিতে। কিন্তু এ ছবির আসল ভিলেন কে? এ নিয়ে ধোঁয়াশা রেখেছেন পরিচালক মোহিত সুরি। এক ভিলেন রিটার্নস-এ জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি ও তারা সুতারিয়াকে দেখা যাবে। ছবিতে দিশাকে এক ধূসর চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল এক ভিলেন রিটার্নস ছবির ট্রেলার, যা এর মধ্যেই সাড়া ফেলেছে। ট্রেলার মুক্তির মাত্র এক ঘণ্টার মধ্যে ১০ লাখের বেশি ভিউ পেয়েছে। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি, তারা সুতারিয়া, পরিচালক মোহিত সুরি, ছবির দুই প্রযোজক ভূষণ কুমার ও একতা কাপুর।

এদিন কালো লম্বা ফিটেড স্কার্ট ও ক্রপ টপে সবার নজর কেড়েছিলেন দিশা। ট্রেলারে ইঙ্গিত পাওয়া গেছে যে এই ছবিতে দিশাকে খলনায়িকার ভূমিকায় দেখা যাবে। ছবিতে তাঁর চরিত্রের বিষয়ে প্রশ্ন করা হলে এক রাশ হেসে দিশা বলেন, ‘এখনই আমি আমার চরিত্রের ব্যাপারে খোলাসা করতে পারব না। সে জন্য ছবিটা মুক্তির অপেক্ষা করতে হবে। তবে এটুকু বলতে পারি যে ছবিতে আমি মধ্যবিত্ত মেয়ের চরিত্রে অভিনয় করছি। সৌন্দর্যই আসল হাতিয়ার। এককথায় সে মোটেও “ভালো” মেয়ে নয়।’

মোহিতের এই ছবিতে দিশাকে অ্যাকশন করতেও দেখা যাবে। এ প্রসঙ্গে বলিউডের এই লাস্যময়ী নায়িকা বলেছেন, ‘অ্যাকশন-থ্রিলার আমার অত্যন্ত প্রিয় ঘরানা। তাই এই ছবিতে কাজের সুযোগ পেয়ে আপ্লুত। এর আগে মোহিত স্যারের (পরিচালক) সঙ্গে আমি মলাঙ্গ ছবিতে কাজ করেছি। এ নিয়ে তাঁর সঙ্গে আমার দ্বিতীয় ছবি। আশা করি, ভবিষ্যতেও মোহিত স্যারের সঙ্গে কাজ করতে পারব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন