দলীয় কোন্দলে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কাটার অভিযোগ

ডেইলি স্টার মেহেন্দিগঞ্জ প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ২১:২৬

দলীয় কোন্দলের জেরে বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাতুল চৌধুরীর (২৯) ২ হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।


গতকাল সোমবার রাত ৮টার দিকে পৌর শহরের পাতারহাট বন্দরের গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটেছে।


রাতুলের স্বজনরা জানিয়েছেন, আহত রাতুলকে উদ্ধার করে রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, তার অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


এ ঘটনার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারীরা জড়িত বলে অভিযোগ করেছেন মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খান।


স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করা নিয়ে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ ও পৌর মেয়র কামাল উদ্দিন খানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। রাতুল পৌর মেয়র ও আ. লীগ নেতা চৌধুরী কামাল উদ্দিন খানের সমর্থক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও