কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হোয়াটসঅ্যাপের এই তিন সুবিধা জানেন তো

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ২০:৪৭

হোয়াটসঅ্যাপে বেশ কিছু সুবিধা রয়েছে, যা আমরা অনেকেই জানি না। এসব সুবিধা কাজে লাগিয়ে মেসেজিং অ্যাপটিকে আরও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। এমন দরকারি তিন সুবিধা জেনে নেওয়া যাক।

লেখার ফরম্যাট পরিবর্তন


হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময়ের সময় চাইলেই লেখাকে বোল্ড, ইটালিক বা স্ট্রাইক করা যায়। লেখাকে বোল্ড করার জন্য নির্দিষ্ট লেখার আগে এবং পরে কোনো স্পেস ছাড়া * (স্টার) লিখতে হবে। যেমন বিশ্বিবদ্যালয় লেখাকে বোল্ড করতে হলে * বিশ্বিবদ্যালয়* লিখতে হবে।


ইটালিক বা বাঁকা করার জন্য লেখার আগে এবং পরে কোনো জায়গা না রেখে— (আন্ডারস্কোর) যুক্ত করতে হবে। যেমন—বিশ্বিবদ্যালয়—লিখতে হবে। মনে রাখতে হবে ভুল করে –(হাইফেন) দিলে লেখা ইটালিক হবে না।


স্ট্রাইক করার জন্য লেখার আগে পরে কোনো জায়গা না রেখে কি–বোর্ডের ~ (টিল্ড) সাইন চাপতে হবে । যেমন ~ বিশ্ববিদ্যালয়~ লিখলেই লেখাটি স্ট্রাইক হিসেবে দেখা যাবে। লেখার সঙ্গে থাকা চিহ্নগুলো পাঠানোর সময় স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ফলে প্রাপকের কাছে চিহ্ন ছাড়াই বার্তা পাঠানো যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও