কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন মেরুকরণের পথে বিশ্বরাজনীতি?

জাগো নিউজ ২৪ বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ১০:১৯

দুই বছরের বেশি সময় ধরে পৃথিবী করোনাভাইরাসে আক্রান্ত। ৪ জুলাই পর্যন্ত পৃথিবীজুড়ে ৫৫ কোটি ৪৩ লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৬৩ লাখ ৬২ হাজারের মতো। সংক্রমণের হার এবং মৃতের সংখ্যা কমে এলেও করোনামুক্ত পৃথিবী কবে পাওয়া যাবে তা নিশ্চিত করে বলার মতো বিশেষজ্ঞ এখনো পাওয়া যাচ্ছে না।


করোনায় সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে ধনী ও ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রায় ৯ কোটির মতো মানুষ আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত। মৃতের সংখ্যা সাড়ে ১০ লাখ ছুঁই ছুঁই। করোনাভাইরাস শুরু হয়েছিল চীনে। পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েতের তিন দশকেরও বেশি সময় পরে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হয় মাও সেতুংয়ের নেতৃত্বে। তারপর অবশ্য এই দুই বড় সমাজতান্ত্রিক রাষ্ট্র পরস্পর সহযোগী না হয়ে প্রতিদ্বন্দ্বী হয়েছে। দেশে দেশে বিপ্লব রপ্তানির প্রতিযোগিতায় নেমে সোভিয়েত ইউনিয়ন ও চীন সমাজতন্ত্রের উপকারের বদলে অপকার করেছে বলেই এখন বলা যায়। তবে সমাজতন্ত্র রপ্তানিতে সফল না হলেও চীন করোনাভাইরাস রপ্তানিতে পুরো সফল। চীনের ভাইরাসের ধকলে এখন পুরো পৃথিবী নাজেহাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও