বিএনপির হাইকমান্ডের নির্দেশনা মানছে না ৩০ জেলা কমিটি
দেশের বন্যা পরিস্থিতির অবনতি হলে ২০ জুন অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর দলের সকল সাংগঠনিক তৎপরতা সাময়িকভাবে সীমিত করে বিএনপি। পাশাপাশি দুর্গত এলাকায় সহায়তা পৌঁছাতে সারাদেশে লিফলেট বিতরণের ঘোষণাও দেয় দলটি। ২৩ জুন থেকে দলীয়ভাবে প্রচারণা কার্যক্রম শুরু হলেও অন্তত ৩০টি জেলা কমিটি এখনও কোনও উদ্যোগ নিতে পারেনি।
এর মধ্যে দলের ঘাঁটি খ্যাত বগুড়া জেলা কমিটিও রয়েছে। তবে তারা ত্রাণ কমিটিকে ছয় লাখ টাকা সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সোমবার (৪ জুলাই) বিএনপির ত্রাণ কমিটির পক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে দেখা গেছে, অন্তত ৩০টি জেলা এখনও কেন্দ্রের নির্দেশে জনসাধারণের সাহায্য সংগ্রহের লিফলেট বিতরণ করেনি। তবে কোনও কোনও জেলা কমিটি অনুদান পাঠিয়েছে কেন্দ্রে।