সরকারি হেলিকপ্টারে নববধূকে বাড়ি আনলেন তালেবান কমান্ডার!
তালেবানের একজন কমান্ডারের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে, তিনি দেশটির সেনাবাহিনীর একটি সরকারি হেলিকপ্টার ব্যবহার করে তার নববধূকে বাড়িতে এনেছেন।
তিনি তার নববিবাহিতা স্ত্রীকে লোগার থেকে খোস্তে হেলিকপ্টারে করে নিয়ে আসেন।
যে কমান্ডারের বিরুদ্ধে ব্যক্তিগতকাজে সরকারি সম্পত্তি ব্যবহার করার অভিযোগ ওঠেছে, তিনি তালেবানের হাক্কানি বিভাগের দায়িত্বে আছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত কমান্ডার তার শশুর বাড়ির কাছে হেলিকপ্টার নিয়ে এসেছেন।
গণমাধ্যম এএনআই জানিয়েছে, অভিযুক্ত কমান্ডার খোস্তে থাকেন। আর তার স্ত্রীর বাড়ি লোগারের বার্কি বারাকে।
শনিবার তালেবান কমান্ডারকে হেলিকপ্টারে বিয়ে করতে যেতে দেখা যায়।
তবে তালেবানের পক্ষ থেকে এ বিষয়টি অস্বীকার করা হয়েছে। তালেবানের ডেপুটি মুখপাত্র ইউসুফ আহমাদি দাবি করেছেন, কমান্ডারের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা।