সংসারের খরচ কমাতে জাপানিজ পদ্ধতি ‘কাকিবো’ মেনে চলুন
অল্প টাকায় সংসার চালানোর পদ্ধতি হিসেবে জাপানে চালু হয়েছিলো ‘কাকিবো’ পদ্ধতি। জাপানি ভাষায় ‘কাকিবো’ শব্দের অর্থ সংসারের আর্থিক হিসেবেই বই। জাপানের লেখিকা ফুমিকো চাইবা ‘কাকিবো: দ্য জাপানিজ আর্ট অফ বাজেটিং এবং সেভিং মানি’ নামের একটি বই লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, ১৯০৪ সালে নাকি ‘কাকিবো’ পদ্ধতির সূচনা হয়েছিল।
আর ঐ সময় জাপানি নারীদের বাইরে গিয়ে কাজ করার চল ছিল না। তারা সংসার সামলাতেন। অল্প অর্থে সংসার চালাতে গিয়েই চালু হয়েছিলো ‘কাকিবো’ পদ্ধতি। আয়ের সঙ্গে ব্যায়ের সামঞ্জস্য নেই, মানে সংসারের দিক ঠিক করা কঠিন। ঋণ বেড়ে যাবে, সংসারে অশান্তি বাড়বে-বড় দুর্ঘটনা মোকাবিলা করা কঠিন হয়ে যাবে। এমন সমস্যা এড়াতে চাইলে জাপানের ‘কাকিবো’ পদ্ধতি মেনে চলতে পারেন। অনেকে মনে করেন, এই পদ্ধতির মাধ্যমে অনায়াসে কম খরচে সংসার চালানো সম্ভব। আবার সঞ্চয়ও করা যায়। কেমন এই পদ্ধতি?
- ট্যাগ:
- লাইফ
- সংসার
- সংসারের কাজ
- সংসার খরচ