পকেটে ২০টি গ্র্যান্ড স্ল্যাম! এখন থেকেই ‘ভবিষ্যতের জোকোভিচ’ তৈরির কাজ শুরু নোভাকের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১৬:০৩

তাঁর পকেটে রয়েছে ২০টি গ্র্যান্ড স্ল্যাম। অদূর ভবিষ্যতে সংখ্যাটা আরও বাড়তে পারে। এর মধ্যেই নতুন অভিযানে নেমে পড়েছেন নোভাক জোকোভিচ। নিজের ছেলেকে টেনিস খেলোয়াড় বানাতে উঠেপড়ে লেগেছেন তিনি। জানিয়েছেন, ছেলের মন এখন ডুবে রয়েছে টেনিসে। ছেলে যদি তাঁর মতো পেশাদার টেনিস খেলোয়াড় হতে চায় তা হলে আপত্তি নেই তাঁর।সম্প্রতি টুইটারে নিজের এবং ছেলে স্টেফানের দু’টি আলাদা ছবি পোস্ট করেছিলেন জোকোভিচ।


ছবিতে দু’জনকেই ফোরহ্যান্ড মারতে দেখা গিয়েছে। জোকোভিচ লিখেছেন, ‘কী ভাল লাগছে এটা দেখে।’ রবিবার টিম ফান রিথোভেনকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠে এ প্রসঙ্গে জোকোভিচ বলেছেন, “সুযোগ পেলেই ছেলের সঙ্গে একটু টেনিস খেলার চেষ্টা করি। এখন ও টেনিসে ডুবে রয়েছে। কী ভাবে টেনিস খেলবে, কাদের দেখে শিখবে, কোন জিনিসে উন্নতি করা দরকার — সারাক্ষণ এ সব নিয়েই ভাবছে। আমি সব রকম ভাবে ওকে সাহায্য করার জন্য তৈরি। ও যদি পেশাদার টেনিস খেলোয়াড় হতে চায়, তা হলে বাবাকে সর্বক্ষণ পাশে পাবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও