প্রসঙ্গ কিশোর অপরাধী: আমাদের সন্তানেরা হারিয়ে যাচ্ছে খুব দ্রুত
লেখাটা যখন শেষ করে ফেলেছিলাম, তখন যে খবরটি চোখে পড়লো, তা দেখে আবার বুঝতে পারলাম, আমরা কতটা ভুল পথে হাঁটছি। অসুখের গভীরে না গিয়ে, মলম লাগানোর উদ্যোগ নিচ্ছি। কিশোর অপরাধ ও গ্যাং বেড়ে যাওয়ায় শিশুদের বয়সসীমা ১৮ থেকে কমানোর চিন্তা করছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে এই আলোচনা হয়েছে বলে কমিটি জানিয়েছে। শিশু-কিশোরদের অপরাধ জগত থেকে ফিরিয়ে আনার জন্য নিঃসন্দেহে এটি একটি অর্থহীন উদ্যোগ হবে। এখানে বয়স তেমন কোন ব্যাপার না, জরুরি হচ্ছে পারিবারিক ও সামাজিক শিক্ষা এবং স্কুলের ভূমিকা। যেখানে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি।
পত্রিকার সংবাদ বলছে, কাটাকাটির জেরে চট্টগ্রামের একটি স্কুলে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে নবম শ্রেণীর আরেক ছাত্রী। 'হিরোইজম' দেখাতে গিয়ে শিক্ষককে পিটিয়ে মেরেছে আশুলিয়াতে এক ছাত্র। পিরোজপুরের একটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই আরেক ভাইয়ের চোখ তুলে নিয়েছে। খুলনায় চাচাতো ভাইয়ের টেঁটার আঘাতে ভাই নিহত। নরসিংদীতে এক যুবককে বাড়ির আঙিনায় গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেছে তারই দুই ভাই। নোয়াখালিতে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।