You have reached your daily news limit

Please log in to continue


বাড়িওয়ালার মেয়ে ও ডেলিভারি বয়ের প্রেম!

এই শহরে খেটে খাওয়া ব্যাচেলরদের বাসা পাওয়া যেমন চ্যালেঞ্জ তেমনি ভালোবাসা পাওয়াটাও! আর এই দুটো ইস্যুতেই দারুণ সব বিপদে পড়ছেন এই গল্পের নায়ক তাসিন। যিনি এই শহরে ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন উদয়-অস্ত। স্বাভাবিকভাবেই তাদের রসায়নটা কী হবে- পাঠকমাত্রই বুঝতে পারছেন। অন্তত নির্মাতা তো এমনই ইঙ্গিত দিলেন।

তৌসিফ মাহবুবকে এবার এমনই চরিত্রে দেখা যাবে। আর বাড়িওয়ালার মেয়ের চরিত্রে আছেন সাফা কবির। দুজনকে নিয়ে গল্পটি রচনা ও নির্মাণ করেছেন হাসিন হোসাইন রাখি। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হাসান জুয়েল।

‘পিছলা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন ফরহাত বাবু, আমানুল হক হেলাল, পাপিয়া প্রমুখ।

নির্মাতার ভাষ্যে, ‘নাটকের গল্পটি বেশ মজার। সঙ্গে থাকছে নাগরিক বাস্তবতাও। বিশেষ করে ব্যাচেলর জীবনের নানা ঘটনা উঠে আসবে এতে। আশা করছি দর্শকরা নিজেদের জীবনের গল্পের সঙ্গে মেলাতে পারবেন। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন