কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের ছুটির আগে শ্রমিকদের বোনাসসহ বেতন দেওয়ার নির্দেশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১৩:৩১

কোরবানির ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যে তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের জুন মাসের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান।


গত ২৮ ও ২৯ জুন শ্রমভবনে মালিক-শ্রমিক ও সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এবং আরএমজি বিষয়ক দ্বিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার এক বিবৃতিতে তিনি এই নির্দেশনা দেন।


বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, “দুটি সভায় সিদ্ধান্ত হয়েছে গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সব খাতের শ্রমিকদের ঈদুল আযহার বোনাস, জুন মাসের বেতন ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকরা পরিশোধ করবেন। “


এছাড়া যদি কোনো শ্রমিকের বেতন বকেয়া থাকে, সেটাও মালিকপক্ষকে পরিশোধে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।


কোরবানির ঈদ আগামী ১০ জুলাই। এর আগের দুদিন শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুলাই হবে ঈদের আগে শেষ কর্মদিবস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও