টাকা নিয়ে শো না করার অভিযোগে কপিল শর্মার বিরুদ্ধে মামলা
ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। লোক হাসিয়ে প্রশংসা কুড়ালেও তাঁকে নিয়ে বিতর্কও কম নয়। মাতাল অবস্থায় সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর সঙ্গে ঝামেলার কারণেই সুনীল গ্রোভার কপিলের শো ছেড়ে যান। অনুষ্ঠানের এক পর্বে মঞ্চে আদালতের আবহ তৈরি করে সেখানে মদ পানের দৃশ্য দেখানো হয়। আদালত অবমাননার অভিযোগে এ অনুষ্ঠানের বিরুদ্ধে মধ্যপ্রদেশের শিবপুরীর জেলা আদালতে একটি এফআইআর দায়ের করেন এক আইনজীবী।
এবার নতুন ঝামেলায় জড়িয়েছেন কপিল। তাঁর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনেছেনে যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ী। চুক্তিভঙ্গের অভিযোগে কপিলের নামে নিউইয়র্কের আদালতে মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘সাই ইউএসএ ইনক’–এর প্রধান অমিত জেটলি সামাজিক যোগাযোগমাধ্যমে কপিলের নামে মামলা দায়েরের তথ্য জানান। তিনি বলেন, ‘২০১৫ সালে চুক্তিভঙ্গের অভিযোগে এই কমেডিয়ানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন।’
- ট্যাগ:
- বিনোদন
- মামলা
- কমেডি শো
- কমেডিয়ান
- কপিল শর্মা