চুলের ভেঙে যাওয়া রোধে ৭ টিপস

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ১৭:৪৩

সঠিক যত্ন ও পুষ্টির অভাবে চুল ভেঙে যেতে পারে। এতে দ্রুত চুল ঝরে পড়ে। পাশাপাশি হারিয়ে যায় চুলের স্বাভাবিক সৌন্দর্য। ঝলমলে ও মজবুত চুল পেতে চাইলে মেনে চলুন কিছু টিপস।



মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য ডিমের প্যাক ব্যবহার করুন সপ্তাহে একবার। একটি ডিম ফেটিয়ে দুই টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি ভেজা চুলে লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
অতিরিক্ত রুক্ষ চুলকে বিদায় জানাতে আপেল সাইডার ভিনেগারের সাহায্য নিতে পারেন। কোয়ার্টার কাপ আপেল সাইডার ভিনেগারের সঙ্গে ২ কাপ পানি মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন।



প্রাণহীন চুলের যত্নে ভীষণ কার্যকর পাকা কলা। দুটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ মধু ও ৪ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে বানিয়ে নিন প্যাক। চুলে ২৫ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুল ভাগ করে মায়োনিজ লাগান। শাওয়ার ক্যাপ পরে আধা ঘণ্টা অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে মধু তুলনাহীন। পরিমাণ মতো মধু ও টক দইয়ের সঙ্গে পছন্দের যেকোনো একটি তেল মিশিয়ে চুলে লাগান প্যাক হিসেবে। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করতে জুড়ি নেই অ্যালোভেরা জেলের। অ্যালোভেরা জেল, মধু ও অলিভ অয়েল একসঙ্গে ব্লেন্ড করে চুলে ব্যবহার করুন। নরম ও মসৃণ হবে চুল।
চাল ধোয়া পানি ফেলে না দিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন। ঝলমলে ও সুন্দর হবে চুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও