You have reached your daily news limit

Please log in to continue


দক্ষিণের রানি আনুশকার ফেরা

রণবীর কাপুর কত মেয়ের ক্রাশ! আর রণবীর কাপুরের ক্রাশ আনুশকা শেঠি। রণবীর অকপটে জানিয়েছিলেন, ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর সবচেয়ে প্রিয় আনুশকা। এই অভিনেত্রীকে বলা হয় টালিউড (তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রি) কুইন বা রানি। ‘বাহুবলী’ সিনেমায় দেবসেনা থেকে শুরু করে ‘ভেদাম’ সিনেমার যৌনকর্মী—এমন অনেক চরিত্রই আনুশকার ক্যারিয়ারে রয়েছে। তাঁর অভিনীত চরিত্রগুলো দক্ষিণের সিনেমার গণ্ডি পেরিয়ে প্রভাবিত করেছে ভারতের অন্য সিনেমা ইন্ডাস্ট্রিগুলোকেও।


২০১৭ সালে ‘বাহুবলী’ শেষ পর্বের পর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন আনুশকা। তবে নিজেকে যেন হারিয়ে ফেলেছিলেন। এর মধ্যে গুঞ্জন ওঠে দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের সম্পর্ক রয়েছে। এ দুজনের বিয়ে নিয়েও অনেক খবর লেখা হয়েছে। এমনকি, ‘সাহো’র শুটিংয়ে প্রভাস আহত হওয়ার খবর পাওয়ার পর তাঁকে দেখতে দুবাইয়ে উড়ে যান আনুশকা। প্রশ্ন ওঠে, সম্পর্ক না থাকলে কেন দুবাইয়ে গেলেন তিনি! তাঁদের প্রেম ও বিয়ের গুঞ্জনের ইতি এখনো টানা হয়নি। এর মধ্যে পাঁচ বছর পর নতুন সিনেমায় জুটি হয়ে ফিরছেন প্রভাস ও আনুশকা।


তেলুগু থ্রিসিক্সটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালক মারুতি প্রভাসকে নিয়ে একটি সিনেমা বানাচ্ছেন। এ সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়েছেন আনুশকা শেঠি। খুব শিগগির সিনেমাটির ঘোষণা দেবেন নির্মাতারা। এই সিনেমা দিয়ে নতুন করে আলোচনায় ফিরবেন আনুশকা, তা বলাই যায়। এমনকি প্রভাস-আনুশকার প্রেমের গুঞ্জনও আবার আলোচিত বিষয় হয়ে উঠবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন