দরপতনে শুরু নতুন অর্থবছর
নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম কর্মদিবস রোববার (৩ জুলাই) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনভর সূচকের ওঠামানা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৭ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৯ পয়েন্ট।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং প্রকৌশলসহ বেশির খাতের শেয়ারের দাম কমায় সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। এর ফলে ২০২১-২২ অর্থবছরের শেষ দিন উত্থানের পর নতুন অর্থবছরের প্রথম কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো। তার আগের টানা চার দিন দরপতন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ৫টির। প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২০টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি কোম্পানির শেয়ারের দাম। অন্যান্যখাতের শেয়ারের দামও কমেছে।
ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের ১৬ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৫৫৮টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ১২০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।