ভোজ্যতেলে ভ্যাট সুবিধা আরও ৩ মাস
ভোজ্যতেলে দেশে বিদ্যমান ভ্যাট সুবিধার মেয়াদ ৩০ জুন থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার এক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এনবিআর বলেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম বৃদ্ধি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে এ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এর ফলে বাজারে ভোজ্যতেলের দাম সহনীয় হবে এবং ভোক্তা ন্যায্য দামে কিনে খেতে পারবেন বলে আশা করছে এনবিআর।
বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। বাকি দুই স্তরে অর্থাৎ উৎপাদন ও সরবরাহ পর্যায়ে কোনো ভ্যাট নেই। এই দুই স্তরে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে যা এ বছরের মার্চ মাসে প্রজ্ঞাপন জারি করে এ সুবিধা দেওয়া হয়। এখন নতুন করে বর্তমান সুবিধার মেয়াদ তিন মাস বাড়ানো হলো।
এনবিআর আশা করছে, এর ফলে বাজারে ভোজ্যতেলের দাম সহনীয় হবে এবং ভোক্তা ন্যায্য দামে কিনে খেতে পারবেন।