আলবেনিয়ায় নৌঘাঁটি করতে চায় ন্যাটো
আলবেনিয়ায় নৌঘাঁটি করতে চায় সামরিক জোট ন্যাটো। এ লক্ষ্যে জোটটি আলবেনিয়ার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
অ্যাড্রিয়াটিক সাগর তীরবর্তী বন্দর নগরী পোর্তো রোমানোতে এ নৌঘাঁটি তৈরি করা হবে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাড্রিয়াটিক সাগরের এ নির্মাণাধীন বন্দরের সঙ্গেই নৌঘাঁটিটি নির্মাণ করা হতে পারে বলে জানিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা। গত শুক্রবার তিনি এ তথ্য জানান।
এক সংবাদ সম্মেলনে ইদি রামা বলেন, ‘সমুদ্র তীরবর্তী শহর দুরেসের নিকটবর্তী পোর্তো রোমানোতে দেশের সবচেয়ে বড় বন্দর নির্মাণ করা হচ্ছে। সেটি একই সঙ্গে বাণিজ্যিক বন্দরের পাশাপাশি একটি সামরিক নৌঘাঁটি হিসেবেও ব্যবহৃত হতে পারে।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ঘাঁটি
- ন্যাটো