You have reached your daily news limit

Please log in to continue


আ. লীগ রাষ্ট্রের ত্রাণ ভাণ্ডার লুট করছে: আবদুস সালাম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, রাষ্ট্রের ত্রাণ ভাণ্ডার লুট করছে আ. লীগ। পদ্মা সেতু উদ্বোধনের পেছনে খরচ হওয়া টাকাও যদি বানভাসি মানুষকে দিতো তাহলে মানুষ কিছু পেত।

তিনি আরও বলেন, দেশে বন্যা হয়েছে আওয়ামী লীগ স্বীকারই করতে চায় না। প্রধানমন্ত্রী হেলিকপ্টার নিয়ে ঘোরেন, উপর থেকে দেখেন পানি কোথায়। কোনো দুর্যোগপূর্ণ এলাকায় যাননি। আজ ফেনীতে বিএনপিকে কেন বাধা দেওয়া হলো। চ্যালেঞ্জ দিতে চাই, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। ৩০০ সিটে বেগম খালেদা জিয়া আর আপনি ভোট করেন। দেখেন আপনি কয়টা ভোট পান, খালেদা জিয়া কয়টা পান। পারবেন তো? নির্বাচনে জয়লাভ করতে পারবেন না, আপনাদের ভরাডুবি হবে।'

আবদুস সালাম বলেন, 'আ. লীগ ভয় পাইছে। তারা নাই, তাদের বিদায় দিতে হবে। ভবিষ্যতে তাদের ক্ষমতায় আসার সুযোগ নাই। তারা দেশে অরাজকতা সৃষ্টি করে একটা চেষ্টা করবে। ফেনীবাসী সবসময় যুদ্ধ করে টিকে আছে। ফেনীসহ বৃহত্তর নোয়াখালীতে আ. লীগ ত্রাসের রাজত্ব কায়েম করছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন