নিজেকে 'সফল' দাবি করলেন কাজী সালাউদ্দিন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। বিষয়টা আগে থেকেই নিশ্চিত ছিল।
আজ শনিবার সাফের ইলেক্টিভ কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে কাজী সালাউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। চতুর্থবারের মতো সাফের সভাপতি হয়ে আবারও তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছর থেকে নতুন টুর্নামেন্ট হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে।
যদিও এর আগেও তিনি সাফের সভাপতি নির্বাচিত হওয়ার পর বারবার এই ঘোষণা দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তার পরও সাফ সভাপতি হিসেবে নিজেকে সফল দাবি করেন কাজী সালাউদ্দিন, 'আমি যখন সাফের প্রেসিডেন্ট হই তখন মাত্র একটি টুর্নামেন্ট ছিল। এখন প্রতিবছর পাঁচ থেকে ছয়টা টুর্নামেন্ট হয়। এটাই বলে দেয় এটা কতখানি সফল। ক্লাব চ্যাম্পিয়নশিপটা এখন বাকি। এত চমকের দরকার নেই, আমার দরকার রিয়ালিটি। রিয়ালিটিতে ছয়টা হচ্ছে, আরেকটা যোগ হবে। এ ছাড়া আর কোনো স্পেস নাই অন্য কিছু যোগ করার। '